Wednesday , 14 February 2024 | [bangla_date]
 1. অপরাধ
 2. আইন-আদালত
 3. আন্তর্জাতিক
 4. জাতীয়
 5. পর্যটন
 6. বিনোদন
 7. বিশেষ সংবাদ
 8. বৃহত্তর চট্রগ্রাম
 9. মুক্তমত
 10. লাইফস্টাইল
 11. শিক্ষা
 12. সংগঠন
 13. সাক্ষাৎকার
 14. সারা বাংলা
 15. সিলেট

পদক(সেবা) পেলেন গোয়াইনঘাট আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা

প্রতিবেদক
Rafiq
February 14, 2024 5:50 am
পদক(সেবা) পেলেন গোয়াইনঘাট আনসার ও ভিডিপি কর্মকর্তা ফাতেমা

লোকমান আহমেদ, গোয়াইনঘাট, সিলেট :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ৪৪তম জাতীয় সমাবেশ ২০২৪ইং উপলক্ষ্যে প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ প্রথম পুরস্কার (সেবা পদক) পেয়েছেন

 

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপি ভিডিপি কর্মকর্তা জনাব ফাতেমা বেগম

 

 

 

সোমবার (১২ ফেব্রুয়ারী ) ৪৪ ৩ম জাতীয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে পদক পরিয়ে দিচ্ছেন মেজর জেনারেল এ,কে,এম আমিনুল হক এনডিসি, এফডব্লিউসি, পিএসসি,পিএইচডি। মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্মাননা পদক ও প্রাইজ মানি তুলে দেন।

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা-কর্মচারী, উপজেলার কর্মকর্তা বৃন্দ,আনসার ব্যাটালিয়ন,আনসারও ভিডিপি সদস্যবৃন্দ। আনসার পদক পরিয়ে উপপরিচালক ফাতেমা বেগমের ভূূয়সী প্রশংসা, সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

 

 

 

ফাতেমা বেগম জানান, তিনি এই পুরস্কার মহান মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যদের উৎসর্গ করলেন এবং পুরস্কারের প্রাপ্ত অর্থ সেবামূলক কাজে ব্যয় করবেন। ফাতেমা বেগম এর আগে একাধিক বার বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

 

ফাতেমা বেগমের পদক প্রাপ্তিতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সৌমিত্র ভৌমিক সহ উপজেলা আনসার ও ভিডিপি পরিবারসহ উপজেলার সকল ইউনিয়নের আনসার বিডিপি দলনেতা ও দলনেত্রীরা এবং উপজেলার জনপ্রতিনিধিরা সুশীল সমাজের ব্যক্তিবর্গ অভিনন্দনও শুভেচ্ছা জানিয়েছেন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত